বাংলা

বাংলা

প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ.  ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ

প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-

ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ.  পাঠ্যপুস্তকের ভাষা
গ.  অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ.  লেখ্য ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?

ক.বাংলা
খ..ইংরেজি
গ. ফরাসি
ঘ.উর্দু
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-

ক.ইন্দো-ইউরোপীয়
খ.ইন্দো-দ্রাবিড়িয়ান
গ.আর্য
ঘ.আর্য-ইউরোপীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-

ক.সংস্কৃত
খ.পালি
গ.প্রাকৃত
ঘ.অপভ্রংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্রাকৃত শব্দটির অর্থ —

ক.প্রকৃত
খ.যথার্থ
গ.যা করা হয়েছে
ঘ.স্বাভাবিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?

ক.পালি
খ.অপভ্রংশ
গ.অবহট্ট
ঘ.সংস্কৃত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?

ক.গৌড়ীয় অপভ্রংশ

খ.গৌড় অপভ্রংশ

গ.মাগধী অপভ্রংশ

ঘ.প্রাচীন অবহট্‌ঠ

উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?

ক.খ্রিস্টীয় অষ্টম শতক

খ.খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়

গ.খ্রিস্টপূর্ব ৪০০ শতকে

ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে

উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় —

ক.সপ্তম খ্রিস্টাব্দে

খ.সপ্তম খ্রিস্টপূর্বাব্দে

গ.খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে

ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে

উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?

ক.১০০০ বছর

খ.২০০০ বছর

গ.২৫০০ বছর

ঘ.২৭০০ বছর

উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?

ক.দশম থেকে চতুর্দশ শতাব্দী

খ.একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

গ.দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ঘ.ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতীয় মৌলিক লিপি কোনটি?

ক.ব্রাক্ষী

খ.কুটীল

গ.খরোষ্ঠী

ঘ.নাগরী

উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

ক.সংস্কৃত লিপি

খ.চীনা লিপি

গ.আরবি লিপি

ঘ.ব্রাক্ষী লিপি

উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?

ক.১২৯৮ সালে

খ.১৩৯৮ সালে

গ.১৪৯৮ সালে

ঘ.১৫৯৮ সালে

উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-

ক.১৯০০

খ.১৮০০

গ.১৯৫২

ঘ.১৯৫৪

উত্তরঃ খ

বাংলা বিষয়াবলী

93 thoughts on “বাংলা”

Leave a Comment